ঢাকার বুড়িগঙ্গা থেকে পলাশ (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। পলাশ মুন্সীগঞ্জের লৌহজং থানার বড় নওপাড়া গ্রামের আমির হোসেন ঢালির পুত্র। সে ইসলামপুরের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিল।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর দুইটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সদরঘাটের মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের পল্টনের কাছ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে থানা পুলিশ।
সদরঘাট থানা পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ইসলামপুরের কাপড়ের দোকানের কর্মচারী পলাশ প্রতিদিন মুন্সীগঞ্জের নিজ বাড়ি থেকে লঞ্চ যোগে সদরঘাট নেমে ইসলামপুর কাপড়ের দোকানে যেত। গতকাল লঞ্চ থেকে নেমে পল্টুন পার হওয়ার সময় দুই পল্টুনের মাঝের ফাঁকা অংশ দিয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ে যায়।
খবর পেয়ে পলাশকে উদ্ধারে অভিযান পরিচালনা করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
টাইমস ডেস্ক/ ৬ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur