লঞ্চে জুয়া খেলার প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে মারধর

জুয়া খেলার প্রতিবাদ করায় ঢাকা-কালাইয়া রুটের যাত্রীবাহী বন্ধন-৫ লঞ্চে ডিএমপির এক পুলিশ সদস্যকে মারধর করা হয়েছে। এ সময় তার ও তার ভাইয়ের কাছ থেকে নগদ টাকা, ১টি স্বর্ণের চেইন ও ২টি মোবাইল কেড়ে নেয় জুয়াড়িরা।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে।

ছিনতাইয়ের শিকার পুলিশ সদস্য বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের জাকির হোসেন মাতুব্বরের ছেলে। তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।

পুলিশ সদস্য তুষার বলেন, রাতে কতিপয় যুবক লঞ্চের ডেকে জুয়া খেলছিল। প্রতিবাদ করায় জুয়াড়িরা আমার দিকে তেড়ে এসে আমাকে মারধর শুরু করে। আমাকে বাঁচাতে আমার ভাই জয় এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এ সময় জুয়াড়িরা আমাদের কাছ থেকে নগদ টাকা, ১টি স্বর্ণের চেইন ও ২টি মোবাইল কেড়ে নেয়। ঘটনার কিছুক্ষণ পর একটি ট্রলারযোগে জুয়াড়িরা পালিয়ে যায়।

এ প্রসঙ্গে এমভি বন্ধন-৫ লঞ্চের ম্যানেজার আবু আবদুল্লাহ বলেন, জুয়াড়িদের সঙ্গে পুলিশ সদস্য ও তার ভাইয়ের মারামারি হয়েছে। এরপর জুয়াড়িরা পালিয়ে গেছে।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, ঘটনাস্থল চাঁদপুর এলাকায়। তাই চাঁদপুর পুলিশ ও নৌপুলিশ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।

স্টাফ করেসপন্ডেট

Share