লঞ্চে অতিরিক্ত ভাড়া নিলে আইনি ব্যবস্থা : অতিরিক্ত আইজিপি

অতিরিক্ত আইজিপি (নৌ) মো.শফিকুল ইসলাম বলেছেন, ঢাকা থেকে অসংখ্য যাত্রী ঈদ করতে গ্রামের বাড়িতে যাবেন। লঞ্চে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার ১৮ এপ্রিল বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনালে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌ পুলিশের প্রস্তুতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি আরও বলেন, প্রতিবছরের মতো এবারও যেন লঞ্চে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সেজন্য লঞ্চ মালিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন, অতিরিক্ত ভাড়া নেয়া হবে না। যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া চাইলে দেবেন না। যদি কেউ অতিরিক্ত ভাড়া দাবি করেন, তাহলে আমাদের অভিযোগ করবেন। আমরা প্রত্যেকটি লঞ্চঘাটে লিফলেট বিতরণ করার চেষ্টা করেছি। এখানে আমাদের দেশের প্রতিটি ঘাটে নৌ পুলিশের নম্বর থাকবে। সেখানে যোগাযোগ করতে পারবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ সময়ে লঞ্চঘাটে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায়। এ কারণেই নৌ পুলিশসহ অন্যদের এ বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। যাত্রীরা যেন ঈদে নির্বিঘ্নে বাড়িতে যেতে পারেন, আমরা সে ব্যবস্থা করব। একটি যাত্রী থাকা পর্যন্ত আমরা টার্মিনাল ছেড়ে যাব না। আমাদের সেভাবেই নির্দেশনা দেয়া হয়েছে।’

১৯ এপ্রিল ২০২৩
এজি

Share