লঞ্চের কেবিন থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় বরিশাল থেকে ছেড়ে আসা এম.ভি পারাবত-১২ লঞ্চের একটি কেবিন থেকে অজ্ঞাত (৩৫) এক এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-থানা পুলিশ।

বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা লঞ্চটি সকালে সদরঘাট টার্মিনালে ভিড়লে সকল যাত্রী নেমে যাওয়ার পর লঞ্চের কেবিন বয় কেবিন পরিষ্কার করতে গেলে জানলা দিয়ে নারীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে লঞ্চ কর্তৃপক্ষদের জানায়। পরে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে সকাল সাড়ে দশটার সদরঘাট নৌ পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মোঃ শহীদুল ইসলাম জানান, সকালে নারীর ঝুলন্ত মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কেবিনের ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। পরে দরজা ভেঙ্গে নারীর লাশটি উদ্ধার করা হয়। কেবিনটি আনোয়ার হোসেন নামে একজনের নামে বরাদ্দ ছিল, সেখানে যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে তা বর্তমানে বন্ধ রয়েছে।

ক্যাবিন বয় মারফত জানা যায়, ওই নারী সর্বশেষ রাত দশটায় কেবিনে বসে রাতের খাবার খেয়ে ছিল। লঞ্চের সিসি ক্যামেরার একটি ভিডিও ফুটেজে দেখা যায় বৃদ্ধ বয়স্ক একটি লোক ওই নারী কে লঞ্চে কেবিন পর্যন্ত উঠিয়ে দিয়ে চলে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

ঢাকা ব্যুরো চীফ

Share