চাঁদপুর সদর উপজেলার খেরুদিয়া গ্রামের মোঃ মোজাম্মেল বরকন্দাজ (৭০) গলায় টনসিল রোগের চিকিৎসার জন্য মহাখালী ক্যান্সার হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসার জন্য গত শনিবার। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা ভর্তি না দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।
বুধবার দুপুর ১২ টার দিকে স্ত্রী আর বড় ছেলে আবু তাহের এর সাথে বাড়ি ফেরার জন্য ময়ূর লঞ্চে উঠেন। বড় ছেলে আবু তাহের বাবাকে লঞ্চে তুলে প্রধান ফটক পার হয়ে সিটের জন্য মাত্র কথা বলছিলেন স্টাফদের সাথে। মা দাঁড়িয়ে আছেন বাবার পাশে।
মাত্র ৫ মিনিটের মধ্যেই পৃথিবীর সব মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান মোজাম্মেল বরকন্দাজ( ইন্না নিল্লাহি…. রাজিউন)। শুরু হলো কান্নার রোল। লঞ্চের যাত্রীরা হতবাক,এ কেমন মৃত্যু!
চাঁদপুর প্রতিনিধি,১১ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur