বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় করা মামলায় ঘাতক ময়ূর-২ লঞ্চের সুকানি মো. নাসির মৃধা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
অপরদিকে লঞ্চের ইঞ্জিনচালক মো. শিপন হাওলাদার ও মো. শাকিল হাওলাদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মুখ্য বিচারিক হাকিম (সিজিএম) আদালতে রোববার আসামিদের রিমান্ড শেষে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা নৌ-পুলিশের এসআই শহিদুল আলম।
এ সময় মামলার অন্যতম আসামি সুকানি মো. নাসির মৃধা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহজাদী তাহমিদা জবানবন্দি রেকর্ড করেন। পরবর্তীতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
অপরদিকে দুই ইঞ্জিনচালককে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারিক হাকিম রাজীব আহসান জামিনের আবেদন নামঞ্জুর করে এ আদেশ প্রদান করেন। রাষ্টপক্ষের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা কক্ষ, ২০ জুলাই ২০২০