চাঁদপুর বড় স্টেশন মাদ্রাসা রোড়ের লঞ্চঘাটে বিআইডব্লিউটি গাড়ি পার্কি ৫ টাকা রসিদে এবং প্রবেশ টিকেটে অনিয়ম ও দুর্নীতির খবর পাওয়া গেছে ।
ক’দিন লঞ্চঘাট ঘুরে এসব অনিয়মের চিত্র দেখা যায়। ঘাটের ভেতরে গাড়ি পার্কিয়ের জন্য সরকারি ফি ৫ টাকা, মাইক্রো, ফিক আপ ভ্যানসহ অন্যান্য ভারী যানবাহন ২০ টাকা। কিন্তু এসব যানবাহন থেকে ১০০ টাকা পর্যন্ত নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এক্ষেত্রে অনেক সময় রশিদ ছাড়াই এসব অর্থ আদায় করা হয়।
চালকরা জানায়, ‘লঞ্চঘাটে ছোট-বড় মিলিয়ে প্রতিদিন দেড় থেকে দুই হাজারের মতো যানবাহন আসা যাওয়া করে । এর অধিকাংশ যানবাহনগুলি রশিদ ছাড়াই টাকা দিয়ে থাকে এবং টোল আদায়কারীগণ নিয়ে থাকে।
অন্য দিকে দেখা যায় যাত্রী প্রবেশ টিকেট কাউন্টার থেকে নিয়ে প্রবেশ গেইটে গার্ডদের পকেটে রেখে দেয়। পরে এগুলোকে আবার কাউন্টারে দিয়ে বিক্রি করা হয়।
নৌ পুলিশের সামনে দিয়েই টোল আদায়কারীরা এসব অনিয়ম করে যাচ্ছে।
এ ব্যাপারে নৌ পুলিশ ইনচার্জ শহিদুল জানান, ‘কোনো ধরণের অনিয়ম দেখা গেলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।’