Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / লঞ্চঘাটে পন্টুন আছে, নেই ওঠানামার সিঁড়ি
লঞ্চঘাটে, লঞ্চঘাটে

লঞ্চঘাটে পন্টুন আছে, নেই ওঠানামার সিঁড়ি

চাঁদপুর মতলব উত্তরে মোহনপুর লঞ্চঘাটে পন্টুন আছে, নেই ওঠানামার সিঁড়ি। বহুদিন ধরে অকেজো অবস্থায় রয়েছে লঞ্চঘাটটি।

দীর্ঘদিন ধরে এমন অবস্থা থাকায় যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। পন্টুনে ওঠার সিঁড়িটি অকেজো। পন্টুনের উপর কাঠের একটি তক্তা দিয়ে যাত্রীরা প্রতিনিয়ত যাতায়াতসহ শ্রমিকরাও ঝুঁকি নিয়ে পণ্য আনা-নেয়া করছেন।

জানা যায়, সদরঘাট, নারায়ণগঞ্জ, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী-ভোলা ও বরগুনার ২০-২৫টি লঞ্চের কয়েক হাজার যাত্রী ওঠানামা করে মতলবের মোহনপুর লঞ্চঘাট দিয়ে।

বিশিষ্ট সমাজসেবক কাজী মিজানুর রহমান বলেন, মোহনপুর লঞ্চঘাটে ওঠানামা করতে যাত্রীদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। দ্রুত পন্টুনের ওঠানামার সিঁড়িসহ অবকাঠামো উন্নয়ন করা হলে হাজার হাজার যাত্রীর ভোগান্তির লাঘব হবে।

সরেজমিন দেখা গেছে, মোহনপুর লঞ্চঘাটটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যাত্রীরাও এ ঘাট দিয়ে ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করছেন। ঘাটটি এখন বেহাল দশায় রয়েছে।

ঘাটের ইজরাদার আশ্রাফুল জানান, লঞ্চ ও কার্গো ছাড়াও বিভিন্ন ধরনের নৌযান লঞ্চঘাটে নোঙর করে। সবাই ঝুঁকি নিয়ে ওঠানামা করছেন।

চাঁদপুরের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সাথে ফোনে যোগাযোগ করলে তারা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি খুব দ্রুতই সংস্কার কাজ সম্পন্ন হবে।

করেসপন্ডেট,৭ ডিসেম্বর ২০২০