চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে লক্ষ্মীপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষাথীদের বিদায় অনুষ্ঠানে আলোচনা সভা ও মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল বুধবার সকাল দশটায় সময় মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসায় এবারের এসএসসি দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল হক, মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ আবুল বাশার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান এসময় তিনি বলেন আপনারা জানেন আগামীকাল সারাদেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মধ্যে আমাদের এই মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী রয়েছে প্রায় ৩০ জন এরাই আগামীর ভবিষ্যৎ আমি আশা করি তারা যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে সবাই যেন পাশ করে এবং এ প্লাস অর্জন করে এই মাদ্রাসার সুনাম বয়ে আনবে এবং তাদের বাবা-মা যে কষ্ট করে পড়াশোনা করাচ্ছে তাদের সুনাম অর্জন হয়। এই মাদ্রাসার শিক্ষকরা অতিশ্রম মেধা দিয়ে তাদেরকে আজকে এই পজিশনে পৌঁছে দিয়েছে আশা করি তারা এই সুনাম অর্জন করবে আর আমাদের পক্ষ থেকে তাদের প্রতি খেয়াল নজর ও দোয়া ভালোবাসা থাকবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরান বাজার ওসমানিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাসুদ আলম মাহাদী, লক্ষ্মীপুর বহরিয়া নুরিয়া হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন, লক্ষীপুর ইউনিয়ন জামায়তের সহ-সভাপতি মোহাম্মদ বেলাল হোসাইন, মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন,শিক্ষক মোঃ শফিউল্লাহ খান, মোহাম্মদ মোশারফ হোসেন, মোঃ শহিদ উল্লাহ, উক্ত মাদ্রাসার শিক্ষক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার, ৯ এপ্রিল ২০২৫