লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদিত
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন ও সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খান স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গত ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়।
নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. খোরশেদ মিজি এবং সদস্য সচিবের দায়িত্ব পেলেন মো. শামীম রাড়ি। এছাড়া সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্বপালন করবেন মো. শরীফ শেখ।
কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন: মো. হারুন শেখ, মো. রুবেল মিজি, মো. শরীফ মৃধা, মো. রাহাত বেপারী।
কমিটির সম্মানিত সদস্যরা হলেন: মো. নূর মোহাম্মদ, মো. ইয়াছিন সুমন, মো. রুবেল গাজী, মো. রাব্বি উকিল, মো. শাকিল মিজি, মো. রুবেল গাজী, মো. বিল্লাল গাজী, মো. হোসেন দিদার, মো. জহির মাঝি, মো. রাসেল ছৈয়াল, মো. রতন, মো. তারেক, মো. হাবিবুর রহমান, মো. জহির।
উল্লেখ্য, উক্ত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে অধিনস্থ সকল ওয়ার্ড কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করার নির্দিশে দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তি/ ২৯ সেপ্টেম্বর ২০২৫