বিশেষ সংবাদ

লক্ষ্মীপুরের রামগঞ্জে অমানবিকভাবে খুঁটিতে বেঁধে শিশু নির্যাতন

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ০৬:৫১ অপরাহ্ণ, ০৯ সেপ্টেম্বর ২০১৫, বুধবার

লক্ষ্মীপুরের রামগঞ্জে ডাব চুরির অপরাধে ইয়াছিন (৮) নামে এক শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শিশুটির মা মিলন বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে বুধবার দুপুরে রামগঞ্জ থানায় মামলাটি করেন। মামলার পর সকালে আটক তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতাররা হলেন— দেলোয়ার হোসেন পাটোয়ারী, আব্দুস সালাম পাটোয়ারী ও দেলোয়ার।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার একই এলাকার আব্দুস সালাম পাটোয়ারীর গাছ থেকে দুটি ডাব চুরি করে শিশু ইয়াছিন।

ডাব চুরির অভিযোগে নির্যাতনকারী তিন আসামীকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার সকালে ৬টার দিকে ইয়াছিনকে খুঁজে বাড়ি থেকে নিয়ে আসে সালাম। পরে বাংলাবাজারের বিল্লাল পাটোয়ারীর দোকানের খুঁটির সঙ্গে বেঁধে আব্দুস সালাম পাটোয়ারী, বিএনপি নেতা দেলোয়ার হোসেনসহ কয়েকজন মিলে ইয়াছিনকে লাঠি দিয়ে দফায় দফায় মারধর করে। পরে খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপি নেতা দেলোয়ার হোসেন, আব্দুস সালাম পাটোয়ারী ও দেলোয়ারকে আটক করে। ওই শিশুটিকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে শিশুটির মা মামলা করায় এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share