Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে ৭ মামলায় সাড়ে ৩ হাজার টাকা জরিমানা
Kamal-Khan-Matlab-News

মতলব উত্তরে ৭ মামলায় সাড়ে ৩ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭ মামলায় ৩ হাজার ৮’শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । লকডাউন বাস্তবায়নে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

শুত্রবার ৩০ জুলাই উপজেলার ছেংগারচর বাজার, ইমামপুর, ষাটনল, শিকিরচরসহ বিভিন্ন স্থানে মাঝে লকডাউন বাস্তবায়নে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান ।

এ সময় লকডাউন ও বিধিনিষেধ অমান্য করায় ৭টি মামলায় ৩ হাজার ৮’শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এ সময় মতল উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালসহ সেনাবাহিনী ও পুলিশের টিম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান,‘ করোনা মোকাবেলায় সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা বিস্তার রোধ করা যাবে না। সবাইকে ঘরে থাকুন। বিনা কারণে ঘরের বাইওে বের হবেন না। স্বাস্থ্যবিধি মেনে না চললে আটক, জেল ও জরিমানা করা হবে।’

সিনিয়র করেসপন্ডেন্ট , মতলব,৩১ জুলাই ২০২১