শাহরাস্তিতে লকডাউন অমান্য করায় জরিমানা ও ৩ জনকে কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মোবাইল কোর্টে অর্থদণ্ড ও ৩ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

৩০ জুলাই শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে চলমান সরকা‌রি বি‌ধি নি‌ষেধ বাস্তবায়‌নে শাহরাস্তি উপজেলার চিখ‌টিয়া ব্রীজ (রিভার ভিউ ও খেয়াঘাট ক‌ফি হাউ‌জের সাম‌নে), শোরসাক উত্তর পাড়া, শোরসাক বাজার, রা‌গৈ মৌলভী বাজার, লোটরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও এ‌ক্সি‌কিউ‌টিভ ম‌্যা‌জি‌স্ট্রেট শিরীন আক্তার ।

এসময় সরকারি নিষেধ অমান্য ক‌রে দোকান খোলা রাখায়, অযথা ঘর হ‌তে বের হওয়ায় এবং মু‌খে মাস্ক প‌রিধান না করায় ১৮ জন‌কে ১৫ হাজার ৮০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং ৩ জনকে ০৩ (তিন‌) দিন ক‌রে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হ‌য়ে‌ছে।

মোবাইল কোর্ট প‌রিচালনায় সহ‌যো‌গিতা ক‌রে‌ছেন শাহরা‌স্তি থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোরশেদুল আলম ভূঁইয়াসহ সঙ্গীয় পু‌লিশ ফোর্স।

সরকার প্রদত্ত চলমান বি‌ধি নি‌ষেধ অমান‌্যকারী‌দের বিরু‌দ্ধে মোবাইল কোর্ট প‌রিচালনা অব‌্যাহত থাক‌বে।

প্রতিবেদক: মো. জামাল হোসেন, ৩০ জুলাই ২০২১

Share