Home / চাঁদপুর / চাঁদপুরে লকডাউন অমান্য করায় লক্ষাধিক টাকা জরিমানা
লকডাউন

চাঁদপুরে লকডাউন অমান্য করায় লক্ষাধিক টাকা জরিমানা

চাঁদপুরে ঈদ পরবর্তী লকডাউনের ৭ম দিনেও কঠোর অবস্থানে রয়েছে চাঁদপুরের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। সকাল থেকে রাত পর্যন্ত মাঠে রয়েছে পুলিশ সদস্যরা, নির্বাহী ম্যাজিস্ট্রেটগন, সেনাবাহিনী, বিজিবি সদস্যরা।

২৯ জুলাই বৃহস্পতিবার সরকারি বিধিনিষেধ অমান্য করা এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে যারা বাহিরে বের হচ্ছে তাদেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলা দিয়ে অর্থদণ্ড আদায় করা হচ্ছে।

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে, রোববার জেলায় সর্বমোট ১৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় লকডাউন অমান্য করায় স্বাস্থ্য ও দণ্ডবিধিতে ১৫৯ জনের বিরুদ্ধে মামলায় দায়ের করা হয়েছে। এতে ১ লাখ ১৫ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় লকডাউন অমান্য করে যারা বিনা কারণে বাইরে বের হয়েছে তাদেরকে আলাদা আলাদাভাবে মামলা দিয়ে অর্থদন্ড আদায় করা হয়েছে।

চাঁদপুরে এই কঠোর লকডাউন চলমান পরিস্থিতিতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এই মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানা গেছে।

একইসাথে চাঁদপুর জেলায় ৭৯ জন রিক্সা চালককে ৭৯০০০ টাকা, ৬ টি উপজেলাতে ৩৩৩ নম্বরে সাহায্য পারপ্রার্থী ৩৭৪ জন সহ মোট ৪৫৩ জনকে ত্রান সুবিধা প্রদান করা হয়েছে।

প্রতিবেদকঃ আশিক বিন রহিম, ২৯ জুলাই ২০২১