Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন
লকডাউন

মতলব উত্তরে লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন

করোনা সংক্রমন রোধে সরকার ঘোষিত ১৪ দিনের লকডাউনের দ্বীতিয় দিন শনিবার কঠোর লকডাউন বাস্তবায়নে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের নতৃত্বে সেনা বাহিনীর সদস্যরা, পুলিশ উপজেলার বিভিন্ন সড়ক ও উপজেলার হাট বাজারে টহল জোরদার করেছে। মোবাইল কোর্টের মাধ্যমে দেয়া হচ্ছে জেল জরিমানা।

বিনা কারণে কাউকে রাস্তয় বের হতে দেওয়া হচ্ছে না এবং উপজেলার সকল হাটবাজারের দোকান পাট বন্ধ রাখা হয়েছে। তবে গ্রামাঞ্চলের কোন গলিতে কিছু দোকানপাট খোলা দেখা যাচ্ছে। আর এত কঠোরতার মধ্যেও মাস্ক পরান বাধ্যতামূলক করা যাচ্ছেনা। মাস্ক ছাড়া লোক চলাচল চোখে পড়ছে। করোনা প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন বিষয়ে জনগনকে সচেতন করতে বিভিন্ন সড়কে পথচারীদের অবহিত করা হচ্ছে এবং সবাইকে মাস্ক ব্যাবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করা হচ্ছে।

এদিকে মতলব উত্তর উপজেলা উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪টি মামলায় ২ হাজার ৫’শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । লকডাউন বাস্তবায়নে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

জানা যায়,লকডাউনের দ্বিতীয় দিন শনিবার(২৪ জুলাই) উপজেলার মতলব ব্রীজ প্রান্তে ও বিভিন্ন স্থানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান । এ সময় লকডাউন ও বিধিনিষেধ অমান্য করায় ৪টি ২ হাজার ৫’শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট ও মতল উত্তর থানার পুলিশের টিম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪টি মামলায় ২ হাজার ৫’শত জরিমানা করা হয়েছে। করোনা মোকাবেলায় আমরা সবাই মিলে কাজ করছি। টিম ওয়ার্কের মাধ্যমে পুরো উপজেলা লকডাউন বাস্তবায়নে কাজ চলছে। অনুগ্রহ করে সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। বিনা কারণে ঘরের বাইরে বের হবেন না। কেউ স্বাস্থ্যবিধি মেনে না চললে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক