মতলব দক্ষিণে লকডাউন অমান্য করায় ১৪ মামলা

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিনে অভিযান চালিয়ে ১৪ হাজার ৭ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৩ জুলাই শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ১৪ দিনের কঠোর বিধিনিষেধ (লকডাউন) বাস্তবায়নে শুক্রবার প্রথম দিনে মতলব পানির টাংকি, টোল প্লাজা, কলেজ গেইট, নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, মতলব দক্ষিণ থানার এস আই মোঃ দেলোয়ার হোসেন ও সংঙ্গীয় ফোর্স, স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম।

প্রতিবেদকঃ মাহফুজ মল্লিক

Share