চাঁদপুরে লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি বিধিনিষেধ অমান্য করা এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এতে ৯ মামলায় ১৩ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২ জুলাই শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,সকাল ৭টা হতে দুপুর ১২টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, ভোক্তা অধিকার আইন লঙ্ঘন এবং সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৯ মামলায় ১৩ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এর মধ্যে শহরের বাবুরহাট এলাকায় তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টকে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে রেস্টুরেন্টের ভেতর একের অধিক লোককে বসিয়ে খাবার পরিবেশন করায় স্বাস্থ্যবিধি ও সরকারি আদেশ লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে উদ্বুদ্ধ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে চাঁদপুর সদর উপজেলার মহামায়া, শহরের বাবুরহাট, ওয়ারল্যাস মোড়, কালীবাড়ি, পালবাজার, পুরানবাজার ব্রিজ ও মোলহেড এলাকায়।
বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ন ও ট্রাফিক পুলিশ, চাঁদপুর জেলা পুলিশের সদস্যবৃন্দ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম,২ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur