করোনার প্রাদুর্ভাব ব্যপকহারে বৃদ্ধি হওয়ায় সারা দেশে ৭ দিনের কঠোর লকডাউন ও বেশ কিছু বিধিনিষেধ ঘোষণা করেছে সরকার। লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার ১১টার দিকে মতলব বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক।
মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব বাজারে দ্বিতীয় দিনে লকডাউন ও স্ব্যাস্থ্যবিধি না মানার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয় এবং ৬ জনকে আটক করা হয়।
আটককৃতদের বিকেলে মুসলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
অভিযান পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সেনেটারী ইনিসপেক্টর গাজী খোরশেদ আলম, মতলব দক্ষিণ থানার এসআই আউয়ালসহ সঙ্গীয় ফোর্স।
এছাড়া মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল সরকার,মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হায়দার মোল্লা, যুগ্ম- সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, সদস্য সমির ভট্রাচার্য্য বলু উপস্থিত ছিলেন।
প্রতিবেদকঃ মাহফুজ মল্লিক,২ জুলাই ২০২১