Home / সারাদেশ / লকডাউন শহরে মানলেও মানছে না গ্রামাঞ্চলে !
এলাকায় লকডাউন

লকডাউন শহরে মানলেও মানছে না গ্রামাঞ্চলে !

কুমিল্লাকে শুক্রবার বিকেল তিনটা থেকে লকডাউন ঘোষণা করা হলেও বিভিন্ন এলাকায় লকডাউন মানা সহচ্ছে না। ইতিমধ্যেই জেলা শহরে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরী হলেও এখনও জেলা শহরের বাইরের অনেক এলাকায় লকডাউন মানতে দেখা যাচ্ছে না।

শুক্রবার গোটা জেলা লকডাউনের আগেই মুরাদনগরের বলিঘরকে লকডাউন ঘোষণা করেন ইউএনও। কিন্তু শনিবারও এই এলাকার চিত্র আগের মতোই দেখা যায়।

জেলা এবং উপজেলা প্রশাসনের নির্দেশিত লকডাইন মানছেনা এলাকাবাসী।গাজীর হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু জনগনকে সচেতন করা যাচ্ছে না।

‘বলিঘর টু গাজীর হাট’ সড়কে অবাদে চলাচল করছে যানবাহন। গাজীর হাটে লোকসমাগমও দেখা যায় আগেচেয়ে আরও বেশি।এদিকে বলিঘর গ্রামেবাঁশের বেড়া দিয়ে যান চলাচল নিষিদ্ধ করা হলেও তা এক যুবক ভেঙে দেয়ার অভিযোগ পাওয়া যায় এবং তারা মারমুখী আচরন করে। স্থানীয়দের অনেকেই করোনাকে আতঙ্ক মানতে রাজি না।

তবে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, জনসচেতনতায় পুলিশ রাত দিন মাঠে কাজ করেযাচ্ছে।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,১১ এপ্রিল ২০২০