চাঁদপুরসহ দেশব্যাপী লকডাউন ঘোষণায় হাজীগঞ্জ বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়।
৪ এপ্রিল রোববার সকাল থেকে দূর দূরান্তের লোকজন হাজীগঞ্জ বাজারে ভিড় জমাতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, বাজারের সবচেয়ে বেশী ভিড় লক্ষ করা যায়, মুদি, ঔষুধ ও কাচাঁমালের দোকানে।
এক একজন ক্রেতা বস্তা বরে চাল, ডাল, আটা, লবন, চিনি, সুজি, মাছ, মাংসসহ নানা নিত্যপ্রয়োজনীয় জিনিশপত্র ক্রয় করে নিচ্ছেন।
বাজারের ছোট বড় এসব দোকানের সামনে লাইনে পর্যন্ত অপেক্ষায় থাকতে দেখা যায় ক্রেতাসাধারণদের।
অভিযোগ করে অনেক সচেতন ক্রেতারা বলেন, সামনে রমজান ও লকডাউনের অজুহাত দেখিয়ে দোকানদার মাল সট দেখিয়ে ছড়া দামে মালামাল বিক্রি করছে।
বাজারের হলুদ পট্রির রোডে মুদি ব্যবসায়ী রাজিব সাহা বলেন, হঠাৎ করে এতে ক্রেতা বাজারে আসছে কিন্তু সেই তুলনায় লেভার সংকটের কারণে মালামাল সঠিক সময়ে দিতে পারছিনা। যে কারণে বাহিরের লেভার দিয়ে মালামাল বহন করায় ক্রেতাদের কাছ থেকে বাড়তি খরচ দরা হয়েছে।
এদিকে চাঁদপুর- কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ বাজারে উপচেপড়া ক্রেতাসাধারণ এর কারণে এবং ছোট বড় বিভিন্ন যানবাহন প্রবেশের ফলে ঘন্টার পর ঘন্টা যানজট সৃষ্টি হয়েছে।
হাজীগঞ্জ থানা ও ট্রাফিক পুলিশ নিরলস প্রচেষ্টা ব্যার্থ হয়েছে যানজট নিরসনে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ট্রাফিক ইন্সফেক্টর (টি আই) জাহাঙ্গীর আলম বলেন, বুঝলাম না, হঠাৎ করে বাজারে এতো মানুষ ও যানবাহনের আগমন যা আমরা স্বাভাবিক করতে খুব ব্যাগ পেতে হচ্ছে।
প্রতিবেদকঃ জহিরুল ইসলাম জয়,৪ এপ্রিল ২০২১