এক সময়ে দেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে বাড়ি-বাড়ি হেঁটে গিয়ে নাপিতরা মানুষের মাথার চুল কাটতেন এবং দাড়ি কামাতেন। কিন্তু কালের বিবর্তনে সে ঐতিহ্য হারিয়ে গেছে অনেক আগেই। বাড়ি বাড়ি হেটে গিয়ে ভাসমান এমন চুল কাটার দৃশ্য এখন আর তেমন চোখে পড়েনি।
মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বর্তমানে চলছে কঠোর লকডাউন। এই লকডাউনে বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান।
একই সাথে বন্ধ রয়েছে চুল কাটার সেলুন। লকডাউনের এমন ক্লান্তি লগ্নে যেনো শহরে ফিরে এসেছে সেই নব্বই দশকের চুল কাটার দৃশ্য। জীবিকার তাগিদে সেলুন বন্ধ রেখেই চুল কাটার জন্য বেরিয়ে পড়ছেন বিভিন্ন বাড়িতে এবং অলি গলিতে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকায় এভাবেই বাড়ি বাড়ি হেঁটে গিয়ে মমিন খান নামে এক নাপিত কে মানুষের চুল-দাঁড়ি কাটতে দেখা যায়।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১০ জুলাই ২০২১