Home / জাতীয় / বরাদ্দ নির্ধারণ: ‘লকডাউনে’ ৩৩৩ তে কল করলে মিলবে ত্রাণ
লকডাউনে

বরাদ্দ নির্ধারণ: ‘লকডাউনে’ ৩৩৩ তে কল করলে মিলবে ত্রাণ

করোনা সংক্রমণে ‘লকডাউনে’ দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীন জনগোষ্ঠীর মধ্যে মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে দেশের ৬৪টি জেলার অনুকূলে ২৩ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা মানবিক সহায়তা দিয়েছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয় বলে সোমবার (২৮ জুন) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন জানিয়েছেন।

বরাদ্দের শর্ত অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা বরাদ্দকৃত অর্থ ইউনিয়ন ওয়ারি বরাদ্দ দেবেন। ৩৩৩ নম্বরে ফোন করলে মানবিক সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদের এ বরাদ্দ থেকে খাদ্য সহায়তা যেমন- চাল, ডাল, তেল, লবণ ও আলু ইত্যাদি দিতে হবে বলে বরাদ্দপত্রে উল্লেখ করা হয়।

করোনা সংক্রমণের কারণে সোমবার থেকে সীমিত ও ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউনে’ যাচ্ছে সরকার। ‘কঠোর লকডাউনে’ কেউ ঘরের বাইরে যেতে পারবে না।

ঢাকা চীফ ব্যুরো, ২৮ জুন, ২০২১;