হাজীগঞ্জ

লকডাউনে দোকানের অর্ধেক শাটার খোলা : হাজীগঞ্জে ১১ ব্যবসায়ীকে জরিমানা

করোনা ভাইরাস মোকাবিলায় চাঁদপুর জেলায় লকডাউন ঘোষণা চলছে। সেই লকডাউন অমান্য করে হাজীগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান পাট বন্ধ রাখার নির্দেশনা না মেনে অপকৌশলর আশ্রয় নেয়ায় ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৫ এপ্রিল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ বাজার ও আশ পাশের বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।

এসব জরিমানার কারন খুজে জানা যায়, হাজীগঞ্জ বাজারে বেশীভাগ ব্যবসায়ী দোকানের অর্ধেক শাটার খুলে জিনিসপত্র মালামাল বিক্রি করেছে। যে কারনে ভ্রাম্যমাণ আদালতে এক এক দোকান্দারকে ২ থেকে ৪ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে।

এ সময় বাজারে আগত জনসাধারণকে জিজ্ঞাস করা হলে বেশীভাগ লোক বলছে, ব্যাংকে, হাসপাতালে, ওষুধ কিনতে বাজারে এসেছে। ভ্রাম্যমান চলাকালীন সময়ে সেরাবাহিনীর টিম সাথে ছিলেন।

বাজারে আগত লোকজন ও ব্যবসায়ীদের উদ্দশ্যে ইউএনও তার ফেসবুক ওয়ালে জানান, অর্ধেক শাটার খুলে জিনিসপত্র বিক্রি করছেন আপনারা,ম্যাজিস্ট্রেট/পুলিশ দেখলেই ক্রেতাসহ শাটার বন্ধ করে দোকানের ভিতর অবস্থান করেন। কেন এসেছেন বাজারে জিজ্ঞেস করলে বলছেন,ব্যাংকে,হাসপাতালে,ওষুধ কিনতে,আমরা বিশ্বাস করছি আপনি সত্যি বলছেন,কিন্তু মিথ্যে বললে ক্ষতি আপনারই হবে। কিছুদিন ডাল-ভাত খেয়ে জীবন কাটালে কিই বা হবে?প্রতিদিন সব্জি,মাছ-মাংস কিনতে বাজারে আসতে হয়?প্রতিদিন ওষুধ কিনতে হয়? দুনিয়াতে বেচে থাকলে ব্যবসাও করতে পারবেন,পোলাও, মাছ-মাংসও মনভরে খেতে পারবেন।একটু ঘরে থেকে সুস্থ থাকার চেষ্টা করেন, দুনিয়াতে থাকার চেষ্টা করেন।‘

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ১৫ এপ্রিল ২০২০

Share