হাইমচর

হাইমচরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহে র‌্যালি ও মতবিনিময় সভা

হাইমচর উপজেলায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপনে বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১০টায় র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক,উপজেলা অফিসারদের অংশগ্রহণে বর্নাঢ্য র‌্যালি সহকারে আলগী বাজার সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়মে মতবিনিময় সভায় মিলিত হন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও হাইমচর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্ব করেন। সহকারী অধ্যাপক মো.মোকলেছুর রহমান মুকুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.মঈনউদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাহিদুর রহমান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এমএ লতিফ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শাহ মো.বারেক বকাউল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এমএ মান্নান,হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.মিজানুর রহমান প্রমুখ।

হাইমচর করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ১০: ২০ পিএম, ৩০ মার্চ ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share