মতলব উত্তর

জাতীয় দুর্যোগ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

চাঁদপুর মতলব উত্তর উপজেলায় ‘‘দূর্যোগের প্রস্তুতি সারাক্ষণ আনবে টেকসই উন্নয়ন” প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস শুক্রবার (১০ মার্চ) সকালে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনার মধ্যে দিয়ে পালিত হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু নেতৃত্বে র‌্যালি বের হয়ে উপজেলা বটছায় মিলনায়তনে শেষ হয়।

সহকারী কমিশনার ভূমি বিএম রুহুল আমিন রিমনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. বেলাল হোসেন মজুমদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন, সহকারী শিক্ষা অফিসার মো. মোজাম্মেল হক, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বেনজির আহম্মেদ, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সুমন চন্দ্র সরকার, উপজেলার ৯নং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আছিয়া আক্তার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, শ্যামল কুমার বাড়ৈ, ফাতেমা আক্তার, কুমকুম আক্তার প্রমূখ।
র‌্যালিতে উপজেলা বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

করেসপন্ডেন্ট মতলব উত্তর
।। আপডটে,বাংলাদশে সময় ১১ : ০৭ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার

এজি/এইউ

Share