সারাদেশ

র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহতের সংখ্যা বেড়ে ৪

পাবনার ঈশ্বরদী উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত আরও এক সন্দেহভাজন ডাকাতের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর দেড়টায় পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। এ নিয়ে এ ঘটনায় সন্দেহভাজন চারজন ডাকাত নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নে কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এর আগে আজ সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আহত একজন মারা যায়। এছাড়া গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থলে দুজন নিহত হয়।

নিহত চারজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‍্যাব-১২ এর ভাষ্য, উপজেলার জয়নগর এলাকার এক চাল ব্যবসায়ীর গুদামে ডাকাতরা হানা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় র‍্যাব। এক পর্যায়ে র‍্যাবের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়। এতে ঘটনাস্থলে দুই ডাকাত নিহত হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে আরেক ডাকাত মারা যায়। এ ছাড়া গুলিবিদ্ধ চারজনের চিকিৎসা চলছে। এ ছাড়াও ঘটনাস্থল থেকে দুটি ট্রাক, তিনটি আগ্নেয়াস্ত্র ও আটটি গুলি উদ্ধার করা হয়েছে।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৬:০০ পিএম, ২৫ নভেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

Share