চাঁদপুরের দুজনসহ র‌্যাবের অভিযানে আটক ৩

চাঁদপুরের দুইজনসহ তিনজনকে আটক করেছেন র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে চার হাজার পিস ইয়াবা ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা  বিশ্বরোড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে  ৩০ জানুয়ারি বৃহস্পতিবার  বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন জনকে আটক করে।

আটককৃতরা হলেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাদরা গ্রামে মোঃ আলাউদ্দিন (৩৫),চাঁদপুর মতলব দক্ষিণের গাবিন্দপুর গ্রামে মোঃ শাহজাহান (৪০) ও মোঃ আবু সুফিয়ান (২৮) ।

এ সময়ে তাদের নিকট থেকে ৪,৩৬০ পিস ইয়াবা ও ৩টি মোবাইল  জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম হতে ইয়াবা এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।

আটককৃতদের বিরদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁদপুর টাইমস রিপোট