কুমিল্লায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার আমতলী বিশ্বরোড ও সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।
আমতলিতে অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো চাঁদপুরে সদর উপজেলার ননীগ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ হোসেন (২৮), তার স্ত্রী জেসমিন (২৬), কুমিল্লার বুড়িচং উপজেলার চরানল গ্রামের আবুল হোসেনের ছেলে ফাহিম (২২)। এ অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ৩,৮৭৫পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পদুয়ার বাজার বিশ্বরোডে গ্রেপ্তারকৃতরা হলো বরিশাল জেলার বাহাদুরপুর গ্রামের সুলতানের ছেলে মো. রবিন (৩৫) এবং শরীয়তপুর জেলার নুরিয়া থানার মৌসুরা গ্রামের কামাল শেখের ছেলে মিরাজ (২০)। এ অভিযানে ৫,৮৫৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব জানান,‘ আসামিদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
স্টাফ করেসপন্ডেট,২৮ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur