র‌্যাব এর অভিযানে কুমিল্লার কোতয়ালী এলাকা হতে ২ আসামি গ্রেফতার

১৯ সেপ্টেম্বর ২০২৪ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ফৌজদারী মোড় ও বাটপাড়া চৌমুহনী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে জাবেদ মিয়া হত্যা মামলার ২ জন যাবজ্জীবন সাাজাপ্রাপ্ত আসামি মো.আল আমিন (৪১) এবং রতন দত্ত (৩৮)’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

মাহমুদুল হাসান লে.কমান্ডার উপ-পরিচালক কোম্পানী অধিনায়ক র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্ল এর স্বাক্ষরিত ১৯ অক্টোবর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়,গ্রেফতারকৃত আসামি মো.আল আমিন (৪১) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার লক্ষীপুর গ্রামের মো.সেলিম মিয়া এর ছেলে এবং রতন দত্ত (৩৮) একই জেলার কোতয়ালী মডেল থানার কালিয়াজুরি গ্রামের হরিপদ দত্ত এর ছেলে। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, ২৭ জানুয়ারি ২০১২ গ্রেফতারকৃত আসামীদ্বয় ও তার অন্যান্য সহযোগীগণ মিলে চাঁদা দাবির বিষয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপাইয়া ভিকটিম মো.জাবেদ মিয়া (২৫) কে হত্যা করে।

উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত ১৮ জুলাই ২০২৪ পেনাল কোড ৩০২/৩৪ ধারায় বর্ণিত আসামীদ্বয়ের বিরুদ্ধে যাবজ্জীব বং ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গক্রমে, র‌্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার,আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী,ডাকাত,মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১, সিপিসি-২ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

প্রেস রিলিজ
চাঁদপুর টাইমস রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৪
এজি

Share