Home / চাঁদপুর / রোয়ানুতে ক্ষতিগ্রস্ত চাঁদপুর বিসিক শ্রমিকদের চাল বিতরণ

রোয়ানুতে ক্ষতিগ্রস্ত চাঁদপুর বিসিক শ্রমিকদের চাল বিতরণ

চাঁদপুর বাবুরহাট বিসিক শিল্পনগরীতে ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্থ ৩ কারখানার ৯৮জন শ্রমিককে চাঁদপুর জেলা প্রশাসনের তরফ থেকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে । রবিবার বিসিক কার্যালয়ে এ চাল বিতরণ করেন চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হাই।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর বিসিক এর এজিএম মো. জাকির হোসেন ।

এ ব্যাপারে চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হাই জানান, জেলা প্রশাসকের নির্দেশে বিসিক শিল্পনগরীতে সম্প্রতি ঘূর্নিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্থ ৩টি কারখানার ৯৮জনকে শ্রমিককে ১ কেজি করে জিআরের চাল বিতরণ করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের সময় গাছ পড়ে বিসিকের ৩টি কারখানা ক্ষতিগ্রস্ত হয় । ওই সময় পল্লীবিদুতের লোকজনের সহযোগিতায় কারখানায় পড়ে যাওয়া গাছ সরানো হয়। এতে করে ওই কারখানার কর্মরত শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হন। এ জন্য ক্ষতিগ্রস্থ শ্রমিকদেরকে প্রশাসনের তরফ থেকে এ সহায়তা করা হলো ।

: আপডেট, বাংলাদেশ সময় ১১:৪০ পিএম, ৫ জুন ২০১৬, রোববার
ডিএইচ