মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের ভয়ে বাংলাদেশে পালিয়ে আসা আরও প্রায় তিন হাজার রোহিঙ্গা তৃতীয় দফায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন আজ।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে বৃহস্পতিবার তাদের ভাসানচরের উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা রয়েছে।
ভাসানচরে যেতে ইচ্ছুক এসব রোহিঙ্গা ইতিমধ্যে উখিয়া কলেজ ও কক্সবাজার-টেকনাফ সড়কসংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে রয়েছে। তাদেরকে চট্টগ্রাম জেটি ঘাটে নিয়ে যেতে অর্ধশতাধিক বাস ও মালবাহী গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
জানা গেছে, উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরে ১১ লাখের অধিক রোহিঙ্গা রয়েছে। তাদের মধ্যে ভাসানচরে যেতে ইচ্ছুকরা সংশ্লিষ্ট শিবিরে দায়িত্বরত সরকারি কর্মকর্তার (সিআইসি) নিকট তালিকা জমা দিয়েছেন।
স্বরাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকার এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসাবে এ পর্যন্ত দুই দফায় ৪০৬টি পরিবারকে সেখানে স্থানান্তর করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,২৮ জানুয়ারি ২০২১