মুদি দোকান বসাতে বাধা দেয়ায় পুলিশের একজন এসআইকে পিটিয়ে আহত করেছেন একজন রোহিঙ্গা নারী। শনিবার (২১ অক্টোবর) দুপুরে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এই ঘটনা ঘটে।
আহত কবির আহমদ নামের ওই এসআইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী নারী ও তার স্বামীসহ মোট তিন জনকে আটক করেছে। ওই নারীর নাম দিল বাহার। তার স্বামীর নাম সৈয়দ আহমদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াপাড়ার রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে অভিযুক্ত ওই নারী ও তার স্বামী সৈয়দ আহমদ অবৈধভাবে একটি মুদির দোকান স্থাপন করার চেষ্টা করে। এসময় ক্যাম্পে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির আহমদ ঘটনাস্থলে গিয়ে দোকান নির্মাণে বাধা দেন। কিন্তু তারা তা শুনতে রাজি হননি। পরে পুলিশের সঙ্গে তর্ক শুরু করে তারা। এক পর্যায়ে সিভিল পোশাকে থাকা ওই পুলিশের উপর হামলা চালান ওই নারী।
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. আফরুজুল হক টুটুল বলেন, কোনো রোহিঙ্গা যেখানে সেখানে দোকান বা কোনো স্থাপনা করার বিধান নেই। অথচ ওই নারী ও তার স্বামী নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে পুলিশের উপর হামলায় চালায়। এ ঘটনায় ওই নারী সহ তিনজনকে আটক করা হয়েছে।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১২ : ৫০ পিএম, ২২ অক্টোবর, ২০১৭ রোববার
এইউ