মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখলেন হলিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সোমবার (২১ মে) বিকেল ৪টায় টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন প্রিয়াঙ্কা।
জাতিসংঘের শুভেচ্ছাদূত হয়ে ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে বাংলাদেশে এসেছেন। শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে ১০ মিনিট ছিলেন প্রিয়াঙ্কা।
ফ্রান্স থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। সেখান থেকে ইউএস বাংলার বিএস-১৪১ ফ্লাইটে করে তিনি বেলা সাড়ে ১২টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান।
পিসি ইনানীর পাঁচ তারকা মানের হোটেল রয়েল টিউলিপে উঠেছেন।
আজ মঙ্গলবার (২২ মে) সকালে প্রথমে তিনি উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর তিনি বিকেলে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বুধবার (২৩ মে) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রিয়াঙ্কা।
বৃহস্পতিবার সকালে তিনি (২৪ মে) কক্সবাজার ত্যাগ করবেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur