বাংলাদেশ আ’লীগ কেন্দ্রিয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী হাইমচরে শ্রী-শ্রী জগন্নাথ মন্দির পরিদর্শন ও বস্ত্র বিতরণ কালে প্রধানঅতিথির বক্তব্যে বলেন,‘মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার পরিচয় দিয়েছেন। দুঃস্থ অসহায়দের কোনো ধর্মীয় পরিচয় থাকতে পারে না। তাদের পরিচয় তারা অসহায় দুঃস্থ।’
হাইমচরে (৯ সেপ্টেম্বর) ৪টায় উপজেলার তেলির মোড়ে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ কালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন,‘ধর্ম যার যার উৎসব সবার এবং ধর্ম যার যার রাষ্ট্র সবার। সবধর্মেই মানবতার কথা,সাম্যের কথা বলা আছে। কোরআনে মানুষকে আশ্রাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে উল্লেখ করা হয়েছে। পৃথিবীতে সবচেয়ে সত্য হলো মানুষের একদিন মৃত্যুবরণ করতে হবে। ভাল কাজ করলে মানুষ তাকে স্মরণ করবে। এ দিনে মা’দূর্গার পৃথিবীতে আগমন হয়েছিল অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করার জন্যে। আমরাও অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে যাবো।’
উপজেলার তেলির মোড়ে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে ও শারদীয় দূর্গা পূজা উদযাজন পরিষদের সাংগঠনিক সম্পাদক মাস্টার লক্ষণ চন্দ্র সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি মো.মোতালেব জমাদার,জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আ.রব ভূঁইয়া,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.খুরশিদ আলম,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাফেজ আহমেদ মাস্টার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান পাটওয়ারী,আলগী দক্ষিণ ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আলি আহমেদ দেওয়ান।
পরিদর্শন শেষে বাবু সুজিত রায় নন্দী ২ শ’জন দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ করেন ।
প্রতিবেদক :বিএম ইসমাইল
আপডেট,বাংলাদেশ সময় ৭:৩০ পিএম,২৮ সেপ্টেম্বর ২০১৭,শূক্রবার
এজি