চাঁদপুর কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের উদ্যোগে ২০১৮ সনের বার্ষিক বনভোজন (শিক্ষা সফর) মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে পালাখাল কলেজ থেকে নরসিংদী ড্রিম হলি ডে’তে পৌঁছে দিনব্যাপি বনভোজন উদযাপন করা হয়।
কলেজের সকল শিক্ষার্থী জ্ঞান চর্চার জন্য প্রাকৃতিক দৃশ্যবলি উপভোগ করার জন্য শিক্ষা সফরের আয়োজন করা হয়।
নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপি এ শিক্ষা সফরটি উপভোগ করা হয়। প্রতি বছর পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে সফরে অংশ গ্রহণ করা হয়।
শিক্ষা সফরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লা, সিনিয়র সহকারী অধ্যাপক আবুল খায়ের, নজরুল ইসলাম, ইকবাল উদ্দিন আহমেদ মিঠু, কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিব মজুমদার, সমাজ সেবক শাহজালাল মিয়া, রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, কচুয়া
আপডেট, বাংলাদেশ সময় ৯ : ৩০ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮
এইউ