নিজামীর মৃত্যুদণ্ডের রায় বহালের প্রতিবাদে রোববার দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত। দলের পক্ষ থেকে পাঠনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রোববার (৮ মে) সকাল থেকে সোমবার (৯ মে) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল পালন করা হবে। এছাড়া মৃত্যুদণ্ড বহালের প্রতিবাদে শুক্রবার দোয়া দিবস ও শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার নিজামীর করা রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।
নিউজ ডেস্ক : আপডেট ২:০০ পিএম, ০৫ মে ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur