রাতের আকাশে বছরের প্রথম সুপারমুন দেখা যাবে আগামীকাল রোববার। এদিন মধ্যরাতে আকাশে দেখা যাবে স্বাভাবিকের চেয়ে বেশ বড় আকারের চাঁদ।
নাসার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে ।
রোববার মধ্যরাতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। ওই সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের ঠিক বিপরীতে।
নাসা আরও জানিয়েছে, রাতের আকাশে বেশ বড় আকারের চাঁদ দেখতে পাওয়ার সুযোগ মিলবে এ বার টানা ৩ দিন ধরে।
শনিবার গভীর রাত থেকে মঙ্গলবার পর্যন্ত। এমন বড় আকারের চাঁদের নাম ‘সুপারমুন’ দেওয়া হয় ১৯৭৯ সালে।
বার্তাকক্ষ, ২৭ মার্চ, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur