চাঁদপুর

রোববার থেকে চাঁদপুরে করোনার টিকা প্রয়োগ শুরু

চাঁদপুরে প্রথম ধাপে করোনার টিকা প্রয়োগ শুরু হবে রোববার থেকে। জেলায় আসা ৭ হাজার ২০০ ভায়াল করোনার টিকা  স্বাস্থ্য বিভাগের ইপিআই ভবনের দু’টি ফ্রিজে ইতোমধ্যেই  সংরক্ষণ করা  হয়েছে ।

শনিবার ৬ ফেব্রুয়ারি সকালে তা পাঠানো হবে সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আগামি ৭ ফেব্রুয়ারি চাঁদপুরের আটটি উপজেলায় করোনার টিকা প্রয়োগ শুরু হবে। যাদের টিকা দেওয়া হবে তারা আধাঘণ্টা চিকিৎসকদের অবজারবেশনে থাকবেন। করোনা টিকা নিতে উৎসাহিত করতে মসজিদের মাইকে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টিভিতে প্রচারণা চলছে

এ পর্যন্ত কত জন টিকার জন্য নিবন্ধন করেছেন তা জানা না গেলেও টিকা গ্রহণে বিভিন্ন পর্যায়ের পেশাজীবীদের আগ্রহ কম দেখা যাচ্ছে। ২৬ লাখ জনগোষ্ঠির জেলা চাঁদপুরে চাহিদার বিপরীতে করোনাভাইরাসের টিকার কোনও সংকট হবে না বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

করেসপন্ডেন্ট , ৫ ফেব্রুযারি ২০২১

Share