করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত প্রেস ব্রিফিং আজ রোববার হচ্ছে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা.মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
সাংবাদিকদের সরাসরি উপস্থিতিতে ব্রিফিং না করে ‘ বিকল্প উপায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিফিংয়ের জন্য কাজ চলার কারণ ’ এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা.মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন,‘ আজ রোববার তাদের নিয়মিত প্রেস ব্রিফিং হবে না। বিকল্প উপায়ে ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের যুক্ত করে আগামিকাল ২৩ মার্চ সোমবার থেকে নিয়মিত ব্রিফিং করা হবে ।’
ঢাকা ব্যুরো চীফ , ২২ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur