লা-লিগায় মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদকে একাই কুপোকাত করে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদ জেতে ৩-০ গোলে। ওই ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের অধিনায়ক কোকের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন ক্রিস্টিয়ানো রোনালদো।
এমন কি দু’জন মাথা দিয়ে গুঁতোগুতি পর্যন্ত করেন। সেটা টানেল থেকে ড্রেসিং রুমের দরজা পর্যন্ত পোঁছায়। তখন কেন একে অন্যের প্রতি এমন ক্ষেপে গিয়েছিলেন সেটা সেদিন জানা যায়নি।
তবে এবার রোনালদো নিজেই সেটা জানালেন। সেদিন ম্যাচ চলাকালে মেজাজ হারিয়ে রোনালদোকে ‘সমকামী’ বলে গালি দিয়েছিলেন কোকে।
এতে তার প্রতি ক্ষেপে যান রোনালদো। তার মাথায় মাথা ঠেকিয়ে রোনালদো তাকে জবাব দেন। তখন কোকের সঙ্গের ঝগড়ার বিষয়টি পরে সতীর্থদের কাছে জানালেন রোনালদো। এক সতীর্থর সঙ্গে রোনালদোর কথোপোকথন এমন রোনালদো: কোকে আমাকে সমকামী বলেছি।
সতীর্থ: কী? রোনালদো: সে আমাকে বলেছিল, তুমি সমকামী।
সতীর্থ: সে তোমাকে এমন কথা বলেছিল?
রোনালদো: হ্যা, বলেছিল। আর আমি তাকে বলেছিলাম, মাদ্রিদ শহরে যদি কোনোদিন তোমার সাথে আমার দেখা হয় তাহলে দেখতে পাবে আমি কে।
সতীর্থ: দেখা হলে তুমি তাকে কী করবে? রোনালদো: কিছুই না। আমি কী করতে পারি?
আরেক সতীর্থ: তোমাকে কোকে কী বলেছিল?
রোনালদো: কোকে আমাকে সমকামী বলেছিল। আমি তাকে বলেছিলাম, হ্যা সমকামী। তবে আমার অনেক অর্থ আছে।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৫:০০ পিএম, ২৩ নভেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur