কড়া রোদের মধ্যে শ্রমিকদের কাজ না করাতে মালিকপক্ষকে নির্দেশনা দিয়েছে সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। আগামী ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর দুপুর থেকে বিকাল ৩টা পর্যন্ত রোদের মধ্যে যাতে শ্রমিকদে কাজ করতে না হয় মালিকপক্ষকে তা নিশ্চিত করতে হবে।
মন্ত্রণালয়ের কর্মপরিবেশ পরিদর্শন ও উন্নয়ন বিষয়ক আন্ডারসেক্রেটারি ফাহাদ বিন আবদুল্লাহ আল-আউয়াইদি বলেন, মালিকপক্ষকে অবশ্যই এ নির্দেশনা মানতে হবে। তেল ও গ্যাস খাতের শ্রমিকরা এ নির্দেশনার বাইরে থাকবেন, তবে তাদেরকে নিরাপদ ও সুস্থ রাখতে মালিকপক্ষকে ব্যবস্থা নিতে হবে বলে জানান আল-আউয়াইদ।
তিনি আরও বলেন, কর্মপরিবেশ নিরাপদ রাখতে এবং উৎপাদন ব্যাহত করতে পারে এমন দুর্ঘটনা ঠেকানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
তাপমাত্রা কম থাকে এমন এলাকা এই নির্দেশনার বাইরে থাকবে। আবহাওয়া পরিস্থিতির বিষয়ে বিভিন্ন অঞ্চলের সরকারি দফতরগুলোর সঙ্গে সমন্বয় করা হবে। সূত্র: আরব নিউজ।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০২:০০ পিএম, ২ জুন ২০১৬, বুধবার
ডিএইচ