চাঁদপুর

চাঁদপুর সেন্ট্রাল গার্ডেন রোটার‌্যাক্টের চার্টার নাইট উদযাপন

রোটার‌্যক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের ১৭তম চার্টার নাইট শনিবার (১২ আগস্ট) বিকেল ৪ টায় রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের রোটারী সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি রোটারিয়ান আব্দুল বারী জমাদার মানিক, বিশেষ অতিথি বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সদস্য এক্স-রোটার‌্যাক্টর রোটারিয়ান তারেক হাসান পাটওয়ারী (পিএইচএফ), সাবেক এডিশনাল ডিস্ট্রিক্ট রোটার‌্যাক্টর রিপ্রেজেনটেটিভ রোটার‌্যাক্টর পিপি বজলুর রশীদ সোহেল ও রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন- ৩২৮২ এর ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটার‌্যাক্টর পিপি নাফিজুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন রোটার‌্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের সেক্রেটারী রোটার‌্যক্টর আশ্রাফুল ইসলাম রনি।

রোটার‌্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের সভাপতি রোটার‌্যাক্টর সজিব হোসেইন বিজয়ের সভাপতিত্বে উদযাপন কমিটির চেয়ারম্যান চন্দনা জোনের জোনাল রিপ্রেজেনটেটিভ ও আইপিপি রোটার‌্যাক্টর মো. আবু সালেহর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রোটার‌্যাক্টর পিপি মাহমুদুল হাসান টুটুল, রোটার‌্যাক্টর পিপি রাজু রায়হান, রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুরের সভাপতি রোটার‌্যাক্টর আল-আমিন, রোটার‌্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর কোষাধ্যক্ষ রোটার‌্যাক্টর আরিফুল ইসলাম শান্ত, ক্লাবের সহ-সভাপতি রোটার‌্যাক্টর সাবের হোসেন প্রমূখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ক্লাবের সদস্য রোটার‌্যাক্টর মো. জসিম উদ্দিন পাটওয়ারী (সবুজ)। প্রত্যয় পাঠ করেন ক্লাবের সদস্য রোটার‌্যাক্টর সামিয়া ইসলাম মিলি।

এ সময় রোটার‌্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর এর সদস্যসহ অন্যান্য রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ ও অতিথিরা উপস্থিত ছিলেন।

শেষে কেকে কাটার মাধ্যমে ক্লাবের ১৭তম চার্টার নাইট উদযাপন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ ১১ : ৩০ পিএম, ১৩ আগস্ট ২০১৭, রোববার
এইউ

Share