রোটারী ক্লাব অব মতলবের আয়োজনে চার্টার নাইট গত শনিবার ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট ও রয়মনেন নেছা মহিলা কলেজের উপাধ্যক্ষ রোটা. আফরোজা খাতুনের সভাপতিত্বে ও সেক্রেটারী রোটা. গোলাম সারওয়ার সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের জিএসআর রোটা. প্রকৌশলী দেলোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান, চার্টার সেক্রেটারী রোটা. মোঃ মোফাজ্জল হোসেন, জয়েন্ট সেক্রেটারী রোটা. শ্যামল চন্দ্র দাস।
সার্জেন্ট এট আর্মস রোটা. মাহফুজ মল্লিক, ট্রেজারার রোটা. রেদওয়ান আহমেদ জাকির, ডাইরেক্টর রোটা. আব্দুল লতিফ মিয়াজী, মেম্বার হেদায়েত উল্লাহ, সাদেকুজ্জামান কাঞ্চন মোল্লা।
প্রসঙ্গত, রোটারী ক্লাব অব মতলব ২০১৪সালের ২৪ নভেম্বর চার্টার লাভ করে।
প্রেস বিজ্ঞপ্তি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur