Home / চাঁদপুর / রোটারী ক্লাবের আয়োজনে স্বেচ্ছাসেবক সংগঠনের সভা
রোটারী ক্লাবের

রোটারী ক্লাবের আয়োজনে স্বেচ্ছাসেবক সংগঠনের সভা

চাঁদপুর রোটারী ক্লাবের আয়োজনে (ক্লাব আইডি-১৬১১০,আর আই ডিস্ট্রিক-৩২৮২) এবং চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর সদরের সকল করোনাকালীন স্বেচ্ছাসেবক সংগঠনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বৃহস্পতিবার বিকেলে এ সভা রোটারী ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়।

সবায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক ও দৈনিক চাঁদপুর কণ্ঠৈর প্রধান সম্পাদক কাজী শাহাদাত। তিনি তাঁর বক্তব্যে বলেন, করোনাকালীন সময়ে যারা মাঠে কাজ করছেন তারা অনেক নিবেদিত। তারা কেহই জনপ্রতিনিধি হতে কাজ করেননি। বরং তারা মানব সেবার জন্যই এ যুদ্ধে নেমেছেন।

তিনি আরো বলেন, চাঁদপুরের পৌর মেয়র নির্দেশে আমরা কাজ করব যাতে চাঁদপুরের মানুষ সেবার কারণে প্রতারিত না হয়।

চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ শাহেদুল হক মোর্শদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ সোহেল রানা, রোটারী ক্লাবের ফাস্ট প্রেসিডেন্ট নুরুল আমিন খান আকাশ, সহ সভাপতি খোরশেদ আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক এডভোকেট রোটাঃ পলাশ মজুমদার, চাঁদপুর সদর উপজেলার সেবা টিমের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান, চাঁদপুর পৌরসভার মনিটরিং সেলের সদস্য সচিব মোঃ মেহেদী হাসান, আপন এর সাধারণ সম্পাদক আশিক দিন রহিম, ৯৪ ব্যাচ এর পক্ষে মোঃ শাহ জালাল টিংকু, চাঁদপুর সরকারি কলেজ এর পক্ষে মোঃ আল-আমিন, তারুণ্যের অগ্রদূতের প্রতিষ্ঠাতা সভাপতি ভিভিয়ান ঘোষ, ডু-সামথিং এর ইয়াদগীর রুবেল, বাবু পাঠান, স্বপ্নতরু সামাজিক সংগঠনের গোবিন্দচন্দ্র, এসএসসি ২০০০ ব্যাচের মৃদুল দাস, চাঁদপুর ভোলেন্টিয়াসের মাজহারুল ইসলাম, সোডো’র রিয়াদ হোসেন, গুয়াখোলা ক্রীড়াচক্র’র শাহজালাল টিংকু, জাগ্রত তারুণ্য শিহাব রেদুয়ান প্রমুখ।

স্টাফ করেসপন্ডেট