চাঁদপুর

রোটারিয়ান মাহবুবুর রহমান সুমনের পুরস্কার গ্রহণ

চাঁদপুর রোটারী ক্লাবের সার্জেন্ট-এট-আর্মস ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন পিএইচএফ পদকের জন্য গভর্নরের বিশেষ পুরস্কার গ্রহণ করেছেন। গত শনিবার চট্টগ্রাম ক্লাবে রোটারী জেলা-৩২৮২ এর রোটারী ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট সেমিনারে রোটারিয়ান সুমন এই বিশেষ পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারী আন্তর্জাতিক জেলা-৩৩৫০ ব্যাংককের সাবেক জেলা গভর্নর রোটারিয়ান ওইচাই ম্যানোওয়াচারকিট ও বাংলাদেশের জেলা গভর্নর রোটারিয়ান প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীর কাছ থেকে তিনি এই পুরস্কার নেন।

চট্টগ্রাম ইস্ট রোটারী ক্লাবের স্বাগতিকতায় আয়োজিত রোটারী ফাউন্ডেশনের (টিআরএফ) সেমিনারে চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান দেওয়ান আরশাদ আলী, সেক্রেটারী রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ ও সার্জেন্ট-এট-আর্মস রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন অংশ নেন। অনুষ্ঠানের চাঁদপুর রোটারী ক্লাবের নতুন ২জন পিএইচএফ এবং ২৩জন আরএফএসএম সদস্যকে পুরস্কৃত করা হয়।

রোটারী জেলা-৩২৮২ এর জেলা গভর্নর রোটারিয়ান প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী আঞ্চলিক ফাউন্ডেশনের (দক্ষিণ এশিয়া অঞ্চল-বি ৬) কো-অর্ডিনেটর ও রোটারী আন্তর্জাতিক জেলা-৩৩৫০ ব্যাংককের সাবেক জেলা গভর্নর রোটারিয়ান ওইচাই ম্যানোওয়াচারকিট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী আঞ্চলিক এন্ডোমেন্ট মেজর গিফ্ট এডভাইজর (দক্ষিণ এশিয়া অঞ্চল-বি ৬) ও রোটারী আন্তর্জাতিক জেলা-৩৩৫০ ব্যাংককের সাবেক জেলা গভর্নর রোটারিয়ান আজিজ মেমন। সম্মানিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে রোটারী আন্তর্জাতিকের ফিসক্যাল এজেন্ট ও সাবেক জেলা গভর্নর (রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮০) রোটারিয়ান কে এম জয়নুল আবেদিন, সাবেক জেলা গভর্নর রোটারিয়ান আব্দুল আহাদ, সাবেক জেলা গভর্নর রোটারিয়ান ড. মীর আনিসুজ্জামান, সাবেক জেলা গভর্নর রোটারিয়ান ড. মঞ্জুরুল হক চৌধুরী, সাবেক জেলা গভর্নর রোটারিয়ান ইঞ্জি. মোহাম্মদ আব্দুল লতিফ, নির্বাচিত জেলা গভর্নর (২০১৮-১৯) রোটারিয়ান দিল নাশিন মহসেন ও মনোনীত জেলা গভর্নর (২০১৯-২০) রোটারিয়ান প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর। স্বাগত বক্তব্য রাখেন সেমিনার চেয়ারম্যান রোটারিয়ান প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী।

জেলা চীফ সার্জেন্ট-এট-আর্মস রোটারিয়ান তারেক সাইদের পরিচালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারী জেলা-৩২৮২ এর জেলা সেক্রেটারী রোটারিয়ান মো. রেজাউল করিম চৌধুরী, অতিরিক্ত জেলা সেক্রেটারী রোটারিয়ান মো. আজিজুল হক, গভর্নরের এক্সুসিভ এইড রোটারিয়ান মো. মেসকাতুল আমিন সোহেল (এমএম আমিন সোহেল) প্রমুখ।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদপুর রোটারী ক্লাবের চার্টার মেম্বার রোটারিয়ান আলহাজ ডা. এম এ গফুর ও সার্জেন্ট-এট-আর্মস রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন পিএইচএফ পদকের জন্য গভর্নরের বিশেষ পুরস্কার গ্রহণ করেন। ডা. এম এ গফুরের পক্ষে ক্লাব সেক্রেটারী রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে চাঁদপুর রোটারী ক্লাবের আরএফএসএম পদকপ্রাপ্ত ২৩ জনকেও পুরস্কৃত করা হয়। এর মধ্যে ১ জন রোটার‌্যাক্টর সদস্যও রয়েছেন।

পদকপ্রাপ্তরা হচ্ছেন : রোটারিয়ান জাকির হোসেন, রোটারিয়ান দেওয়ান আরশাদ আলী, রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ, রোটারিয়ান শেখ মঞ্জুরুল কাদের, রোটারিয়ান সূর্য কুমার নাথ, রোটারিয়ান মো. খোরশেদ আলম কাঞ্চন, রোটারিয়ান হযরত আলী, রোটারিয়ান পলাশ মজুমদার, রোটারিয়ান ডা. পিযুষ কান্তি বড়–য়া, রোটারিয়ান মো. রফিকুর রহমান, রোটারিয়ান রিপন সাহা, রোটারিয়ান উজ্জল হোসেন, রোটারিয়ান কুমার গৌরব, রোটারিয়ান মো. আলী জিন্নাহ, রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, রোটারিয়ান সদর উদ্দিন, রোটারিয়ান মোহাম্মদ ইয়াসিন ইকরাম, রোটারিয়ান মানিক কর্মকার, রোটারিয়ান হাবিবুর রহমান, রোটারিয়ান শাহানা ইসলাম, রোটারিয়ান তমাল কুমার ঘোষ, রোটারিয়ান গোপাল চন্দ্র সাহা ও রোটার‌্যাক্টর মিথুন ঘোষ।

প্রসঙ্গত, পিএইচএফ পদকপ্রাপ্তরা রোটারী জেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবারো বিশেষ পুরস্কার পাবেন বলে জেলা গভর্নর রোটারিয়ান প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী জানিয়েছেন।

করেসপন্ডেন্ট
: পডেট, বাংলাদেশ ১১ : ৫৮ পিএম, ১৯ নভেম্বর, ২০১৭ রোববার
ডিএইচ

Share