মুসলমান হওয়া চিত্রনায়িকা অপু বিশ্বাস নিয়মিত রোজা রাখছেন, পড়ছেন নামাজও। নতুন কোনো ছবির শুটিং এখনো শুরু না করলেও পরিবার ও সন্তানকে সময় দিচ্ছেন তিনি।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমি রোজা রাখছি, নামাজও পড়ছি। আমার ছেলের মাত্র নয় মাস বয়স। তাকেও সময় দিতে হচ্ছে। কিছু দিনের মধ্যে আবার চলচ্চিত্রে কাজ শুরু করব। এর জন্য প্রস্তুতি নিচ্ছি। নিয়মিত জিমও করছি।’
কবে থেকে রোজা রাখছেন জানতে চাইলে অপু বলেন, ‘২০০৮ সালে শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পরের বছর থেকে প্রতি রমজানে আমি রোজা রেখেছি। শাকিব তো সব সময় রোজা রাখে। তাঁর কাছ থেকে রোজা রাখার উৎসাহ পেয়েছি। তবে তখন তো গোপনে রোজা রাখতাম। এখন প্রকাশ্যে রোজা রাখছি। কারণ এর আগে কেউ জানত না যে বিয়ের কারণে আমি মুসলমান হয়েছি। ২০১০ সাল থেকে নামাজও পড়তে শুরু করেছি আমি।’
অপু বিশ্বাস আরো বলেন, ‘সব সময় নামাজ পড়ে স্বামীর জন্য মঙ্গল কামনা করেছি। এখনো করি। আমাকে কেউ নামাজ শেখায়নি। আমি নিজে বই পড়ে নামাজ শিখেছি।’
শাকিবের সঙ্গে বিয়ে হওয়ার সময় অপু বিশ্বাসের নাম অপু ইসলাম খান রাখা হয়। নিজের কোন নামটা ভালো লাগে জানতে চাইলে অপু বলেন, ‘আমি সব সময় অপু বিশ্বাস নাম নিয়ে সবার মাঝে বেঁচে থাকতে চাই। কারণ এই নামেই আমি পরিচিত। আর অপু ইসলাম খান আমার নতুন জীবনের নাম। এই নামও আমি পছন্দ করি।’
বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবির শুটিং শেষ না করেই গত বছরের মার্চে হঠাৎ ‘নিখোঁজ’ হয়ে যান অপু বিশ্বাস। তখন থেকেই সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন এই জনপ্রিয় নায়িকা। অনেকটা ইচ্ছে করেই তিনি চলে যান লোকচক্ষুর অন্তরালে। শুধু ভক্তরা নন, চলচ্চিত্র-সংশ্লিষ্টদের কেউই তাঁর কোনো খবর জানতে পারেনি গত এক বছর।
গত ১০ এপ্রিল সন্তান নিয়ে আবার দেশে ফেরেন অপু। এর কিছুদিন পরই একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এসে অপু তাঁর বিবাহিত জীবন ও অন্যান্য বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাঁর ছেলের জন্ম হয় কলকাতায়। ছেলের নাম রাখা হয়েছে আব্রাহাম খান জয়।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur