Home / জাতীয় / রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ
Eid-

রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ

২০২৬ সালের পবিত্র রোজা ও ঈদের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা।  জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে পবিত্র রমজানের চাঁদ দেখা যেতে পারে ১৭ ফেব্রুয়ারি তারিখে। এ হিসাবে, পূর্বাঞ্চলীয় দেশগুলোতে চাঁদ দেখা যাবে ১৮ ফেব্রুয়ারি এবং রোজা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। তবে আল-আরাবিয়ার তথ্যমতে, বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) রমজানের প্রথম দিন এবং ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর পালিত হতে পারে।

সংবাদমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে জানা যায়, মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে ১৭ ফেব্রুয়ারি। কিন্তু ওই দিন সূর্যাস্তের মাত্র ১ মিনিট পরই চাঁদটি অস্ত যাবে। ফলে এটি খালি চোখে আর দেখা যাবে না। তাই ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু না হয়ে ১৯ ফেব্রুয়ারি হবে। আর সৌদি আরবে ঈদুল ফিতর হবে ২০ মার্চ শুক্রবার।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান তারিখ রূপান্তর ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে, যেখানে প্রথম রোজা হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।

ক্যালেন্ডারটি আরও জানায়, রমজান মাস শেষ হবে বুধবার, ১৮ মার্চ, আর পরদিন শুক্রবার, ২০ মার্চ সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

হিজরি মাস কখনও ২৯ আবার কখনও ৩০ দিনের হয়ে থাকে। তাই ইসলামি বিধান অনুযায়ী, রমজান ও ঈদের প্রকৃত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

সূত্র: গালফ নিউজ