‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’—এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সহকারী হুমায়ুন কবির।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম, এনজিও প্রতিনিধি ও চাঁদপুর ডিপিওডির পরিচালক মমতাজ উদ্দিন মিলন এবং নারী উদ্যোক্তা নাজমা বেগম।
বক্তারা নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জোরদার এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা।
প্রতিবেদক: শিমুল হাছান,
৯ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur