রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন জাকির হোসেন বেপারী। তিনি চাঁদপুরের ঐতিহ্যবাহী ও সুপরিচিত চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেন্টের পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চাঁদপুর জেলা শাখার নির্বাচনে সর্বসম্মতিক্রমে তাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এর আগেও তিনি টানা দুইবার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

জাকির হোসেন বেপারী দায়িত্বকালীন সময়ে চাঁদপুর জেলার রেস্তোরাঁ মালিকদের অধিকার সংরক্ষণ, ব্যবসায়িক সমস্যা সমাধান, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ এবং নবীন উদ্যোক্তাদের উৎসাহিত করতে সক্রিয় ভূমিকা পালন করেন। তার দক্ষ নেতৃত্ব, সংগঠক হিসেবে অভিজ্ঞতা ও আন্তরিকতার কারণে পুনরায় তার ওপর আস্থা রেখেছেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় জাকির হোসেন বেপারী বলেন, “আমার ওপর আবারও যে আস্থা রাখা হয়েছে, তার জন্য আমি সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞ। আগামীতেও চাঁদপুর জেলার রেস্তোরাঁ শিল্পের উন্নয়ন ও মালিকদের স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করে যাব।”

তার পুনর্নির্বাচনে চাঁদপুর জেলার বিভিন্ন রেস্তোরাঁ মালিক, ব্যবসায়ী মহল ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, জাকির হোসেন বেপারী দীর্ঘদিন ধরে সফলভাবে চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেন্ট পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। রেস্তোরাঁ খাতের উন্নয়নে তার ধারাবাহিক ভূমিকা তাকে একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করে।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১৪ ডিসেম্বর ২০২৫