তিনি প্রেসিডেন্টের কন্যা। তাই বলে কি তিনি স্বাবলম্বী হবেন না? প্রেসিডেন্ট বাবার পরিচয়ে জীবন না কাটিয়ে নিজের একটি স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠা করার কথা কজন নেতার সন্তান ভাবে?
আমাদের দেশেও ভাবে কি?
সম্ভবত না। তবে সেই প্রেসিডেন্ট কন্যা ভেবেছেন। যার পরিচয় শুনলে অনেকে ভিরমি খাবেন! অন্য কোন দেশের প্রেসিডেন্ট নয়; তিনি খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কন্যা সাশা ওবামা!
সাশার বয়স ১৫। এতদিন ধরে হোয়াইট হাউজের বিলাসিতায় নিজেকে বেড়ে উঠতে দেখেছে সে। তুবও, সে দেশের নিয়ম অনুসারে নিজেকে সাবলম্বী করে তুলতেই হবে।
আর তাই এবার গরমের ছুটিতে বাবা বারাক ওবামার বন্ধুর ক্যাফেতেই শুরু করে দিল চাকরি।
দৈনিক ৪ ঘন্টা করে গভীর মনযোগ দিয়ে কাজ করছে সে। যদিও তার নিরাপত্তায় সেখানে ৬ জন নিরাপত্তাকর্মী মোতায়েন আছে।
তবু দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে কজন হাই প্রোফাইল কিডস স্বাবলম্বী হওয়ার পথ বেছে নেন? সাশা ওবামা সেটা করে দেখালেন। যা নি:সন্দেহে একটি দারুণ উদাহারণ।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur